১৫ দিনের বিশেষ অভিযানে পুলিশ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৫৬

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে ১৫ দিনের এই অভিযান শুরু হয়।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, এসময় সারাদেশে ২ হাজার ৩২১টি অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মঞ্জুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৩৫৮টি মামলা দায়ের করা হয়েছে।'

গত ২৯ নভেম্বর বিজয় দিবসের আগে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সারাদেশে ১৫ দিনের বিশেষ অভিযান চালাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর।

 

Comments

The Daily Star  | English

Banking fix may cost $5b-$6b

Says finance adviser; the amount is way below IMF’s $35b estimate

14h ago