সাভারে ১২২ বোতল ফেনসিডিলসহ আটক ৩

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার সাভারের আশুলিয়ায় ১২২ বোতল ফেনিসিডিলসহ ৩ জনকে আটকের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ বিষয়ে র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান দ্য ডেইলি স্টারকে জানান, আজ বৃহস্পতিবার ভোররাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তারা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. ইব্রাহিম (৫০) ও মো. শফিকুল ইসলাম (২৬)।

র‌্যাব কমান্ডারের ভাষ্য, আটকৃতরা দীর্ঘদিন ধরে নানা জায়গা থেকে ফেনসিডিল সংগ্রহ করে তা সাভার, ধামরাই ও আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন জায়গার খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

এদিকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, বুধবার রাতে আশুলিয়ার বড়বাড়ী পুকুরপাড় এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ মো. আরজু (২৪) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

পরে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago