লঞ্চে ২ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, স্টাফ গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

ভোলা-ঢাকা রুটের একটি লঞ্চে ২ কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই লঞ্চের লস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে লঞ্চে অভিযান চালিয়ে মফিজ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনায়োরুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, গত ৩০ অক্টোবর দুলারহাট ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ২ কিশোরী ভোলা থেকে চাকরির জন্য ঢাকায় যাচ্ছিল। তারা লঞ্চের ডেকে বসলেও লস্কর মফিজ তাদেরকে স্টাফ কেবিনে বসতে বলেন। কেবিনের নিচে তাদের থাকতে দেন তিনি। পরে রাতে দোতলা কেবিনের কাঠ সরিয়ে তিনি কিশোরীদের কেবিনে যান এবং ছুরির ভয় দেখিয়ে ২ কিশোরীকে ধর্ষণ করেন।

নুরুল ইসলাম বলেন, 'কিশোরীরা ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি। পরে এক কিশোরীর গর্ভধারণের পর পরিবার টের পায়।'

বিষয়টি জানার পর রোববার সকালে দুলারহাট থানায় ২ কিশোরীর একজনের বাবা মামলা করেন। পরে পুলিশ লঞ্চে অভিযান চালিয়ে বুধবার লস্কর মফিজকে গ্রেপ্তার করে।

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

59m ago