গেজেট থেকে ২২ বীর মুক্তিযোদ্ধার নাম বাতিল অবৈধ: হাইকোর্ট

high court
স্টার ফাইল ফটো

বীর মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২২ বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোর নাম বাদ দেওয়ার বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার হাইকোর্ট এই ঘোষণা দিয়েছে। 

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে বীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা গেজেট বাতিলের এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই।

এ ধরনের বিষয়ের ক্ষেত্রে সরকার এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালের এপ্রিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গেজেটেড তালিকা থেকে ২২ জন বীর মুক্তিযোদ্ধার নাম মুছে ফেলায় কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। আবেদনের বিষয়ে শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে ২০১৬ সালে গেজেটেড তালিকা থেকে ২২ জন মুক্তিযোদ্ধার নাম বাতিলের বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত স্থগিত করেছিল হাইকোর্ট।

আবেদনকারীদের পক্ষে আইনজীবী তৌফিক ইনাম টিপু এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসকে সাইফুজ্জামান।
 

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur’s Kalshi

Cause of the fire could not be known immediately

1h ago