ঠাকুরগাঁওয়ে ৪ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল উপজেলায় অবৈধভাবে পরিচালিত হওয়া ৪টি ইটভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।

আজ শুক্রবার সকালে ও গতকাল বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

এ সময় এই ইটভাটার মালিকদের কাছ থেকে ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, 'আজ শুক্রবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সদর উপজেলার বাহাদুরপাড়ায় অবৈধভাবে কার্যক্রম চালানোর অভিযোগে মা ব্রিকসের স্বত্বাধিকারীকে ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।'

এর আগে, গতকাল দুপুরে রানীশংকৈল উপজেলার প্রায়গপুর এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আজিজুর রহমানের এসএ ব্রিকস এবং আইনুল হকের এমএ ব্রিকসের চুল্লির আগুন নিভিয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে ২ ইটভাটা মালিকের প্রত্যেককে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়।

অপরদিকে একই দিন বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর এলাকার কেআরবি ব্রিকসকের ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এসময় মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সম্প্রতি ইটভাটার কারণে পরিবেশ দূষণের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে এনে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি আদেশ দেন।

এতে ঠাকুরগাঁও, বগুড়া, টাঙ্গাইল ও লালমনিরহাট— এই ৪ জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম ৭ দিনের মধ্যে বন্ধের ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এই ৪ জেলায় থাকা অবৈধ ইটভাটার তালিকা ২ সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, 'হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পর্যায়ক্রমে অবৈধ সব ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।'

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, 'হাইকোর্টের আদেশের আগেই মালিকদের ডেকে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের আহবান জানিয়েছিলাম। যেসব মালিকেরা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছেন, তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। অবৈধভাবে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago