বাউলদের ওপর হামলা করছে উগ্র ধর্মান্ধরা: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: কামরুল ইসলাম রুবাইয়াত

সারাদেশে বাউলদের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এটি উগ্র ধর্মান্ধদের হামলা এবং কোনোভাবেই শোভনীয় নয়।'

আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমি মনে করি সারাদেশে বাউলদের উপরে হামলা এটি একটি নেক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।'

বাউল গান বাংলাদেশের আবহমান সংস্কৃতির অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, 'এটা ডেফিনেটলি বাংলাদেশের আবহমান সংস্কৃতি, গ্রামীণ বাংলার সংস্কৃতি। আমাদের এই বাউলরা দেশের অলি-গলি, মাঠে-ঘাটে, প্রান্তরে গান গেয়ে বেড়ায়। তাদের ওপর হামলা—এটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এটা সঠিক নয়। এ ধরনের হিংসা–প্রতিহিংসার পথ বেছে নেওয়া কারও জন্যই শোভনীয় নয়।'

কিছু আসনে এখনও প্রার্থী মনোনয়ন না–দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা খুব শীঘ্রই বাকি আসনগুলোতেও মনোনয়ন দেবো এবং দেশবাসী তা দেখতে পারবে। আমরা যোগ্য প্রার্থীদেরকেই মনোনয়ন দেবো।'

সম্প্রতি দেশে ঘনঘন অগ্নিকাণ্ডের প্রসঙ্গেও মত দেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'আমি এগুলোকে ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করি না। বরং আমাদের যেসব প্রতিষ্ঠান—কল-কারখানা, গার্মেন্টস—এসবের দায়িত্বে যারা রয়েছেন, তাদের কিছুটা অবহেলা রয়েছে। অগ্নিনির্বাপন ব্যবস্থার অপ্রতুলতা এবং আইন না মানা—সব মিলিয়ে এ অগ্নিকাণ্ডগুলো ঘটে।'

তিনি আরও বলেন, 'যদি সত্যিকারের আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকে, তাহলে খুব সহজেই এসব এড়িয়ে যাওয়া সম্ভব।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago