নির্বাচনী সমঝোতায় জামায়াত আমিরের ‘তিন শর্ত’
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তিনটি শর্ত মানলে যেকোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারবে। শর্তগুলো হলো—দুর্নীতি না করা ও দুর্নীতিবাজকে প্রশ্রয় না দেওয়া, সমাজের সর্বস্তরে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা ও এই বিচারপ্রক্রিয়ায় কোনো রাজনীতিবিদের হস্তক্ষেপ না করা এবং সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যে শিক্ষা নিয়ে কেউ বেকার থাকবে না। তার ভাষ্য, প্রত্যেকের হাতকে তারা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চান। প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে চান।
ছাত্রশিবিরকে ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব পালন করার তাগিদ দিয়ে জামায়াত আমির বলেন, গত ৫৪ বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল। কোমলমতি ছাত্রদের বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। মেয়েদের ইজ্জত, ছাত্রদের জীবন ও ক্যারিয়ারের কোনো নিশ্চয়তা ছিল না। সেই কালো অধ্যায় বিদায় নিতে শুরু করেছে। কিন্তু কালো ছায়া এখনো জাতির ওপর থেকে যায়নি। এই কালো ছায়া খতম না করা পর্যন্ত ছাত্রশিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে।
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রতিপক্ষ শক্ত যুক্তি ও আদর্শ দিয়ে শিবিরকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মিথ্যাচার আর অপপ্রচারের পথ বেছে নিয়েছে। প্রতিপক্ষ শিবিরকে স্বাধীনতাবিরোধী বলেছে, রগ কাটা বলেছে, গুপ্ত বলেছে। কিন্তু প্রমাণ করতে পারেনি। চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে জনগণ তাদের (প্রতিপক্ষ) প্রত্যাখ্যান করেছে।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি। জামায়াতের অন্যান্য শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।


Comments