আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি
মাঠ পর্যায়ে আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মাঠ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে সিইসি এ আহ্বান জানান।
আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভা করে ইসি।
সভার শুরুতে সিইসি বলেন, 'আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের অবস্থা আপনারা জানেন, আমার বুঝিয়ে বলার দরকার নেই, এই ক্রান্তি লগ্নে আমাদের ওপরে যে দায়িত্ব এসে পড়েছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না।'
ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, 'আমি আশা করব, যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব এবং এখানে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন।'
সিইসি আরও বলেন, 'আমি বেশ কিছুদিন আগে সম্ভবত চট্টগ্রামে বলেছিলাম যে, আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। এ কথাটা বলেছিলাম একদম ভেবেচিন্তে। কারণ আমাদের ওপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে, আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, বিশেষত স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়েছি। বলা হচ্ছে আমরা যোগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোঁচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে, আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। রুল অব ল' এর মাধ্যমে সম্ভব। সুতরাং আপনারা মাঠ পর্যায়ে যারা আছেন, তারা আইনের নিশ্চিত করবেন এটাই হচ্ছে আমার মূল কথা। আইন আপনারা সবার জন্য সমানভাবে প্রয়োগ করবেন।'

Comments