প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে সাত লাখ ১৭ হাজার ২১৭ জন নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা।

নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। 'আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)' প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, গত ছয় দিনে বিশ্বের বিভিন্ন দেশে দুই লাখ দুই হাজার ৮৮৮ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।

ইসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৫৯ হাজার ৩৫৬ জন ও নারী ভোটার ৫৭ হাজার ৮৫৯ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সর্বাধিক নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে, যেখানে এক লাখ ৫৪ হাজার ৬৯২ জন ভোটার নিবন্ধন করেছেন। কাতারে ৫৭ হাজার ৩১৬, ওমানে ৪৩ হাজার ২০৬, মালয়েশিয়ায় ৪০ হাজার ৩৩৩, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ৬৬২ এবং যুক্তরাষ্ট্রে ২৫ হাজার ৫০০ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের ভেতরে 'ইন-কান্ট্রি পোস্টাল ভোট' ক্যাটাগরিতে এক লাখ ৮৬ হাজার ৩০৫ জন ভোটার নিবন্ধন করেছেন।

জেলাভিত্তিক শীর্ষে রয়েছে কুমিল্লা। জেলাটি থেকে নিবন্ধন করেছেন ৬৬ হাজার ৫৯২ জন; ঢাকায় ৫৮ হাজার ৫৮৫; চট্টগ্রামে ৫৭ হাজার ৪৫৮; নোয়াখালীতে ৩৮ হাজার ১১৮; সিলেটে ২৮ হাজার ৬৭; চাঁদপুরে ২৬ হাজার ৩৫৬ জন। আসনভিত্তিক শীর্ষে ফেনী-৩ আসনে ১০ হাজার ৭৭৯ জন নিবন্ধন করেছেন, চট্টগ্রাম-১৫ তে নয় হাজার ৪১০, কুমিল্লা-১০ এ আট হাজার ৯৩৫ এবং নোয়াখালী-১ আসনে আট হাজার ৮৩২ জন।

গত সপ্তাহে বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। উদাহরণস্বরূপ কুয়েতে ১০ হাজার, যুক্তরাজ্যে ১০ হাজার ৫০০, কাতারে এক হাজার ৫০০, পোল্যান্ডে এক হাজার, বাহরাইনে চার হাজার ৫০০, মরিশাসে ৫০০, বেলজিয়ামে ২০০, আয়ারল্যান্ডে ৭০০, স্পেনে এক হাজার ৫০০, সুইডেনে ৪৮৮, ডেনমার্কে ৬০০ এবং পর্তুগালে দুই হাজার ৫০০ ব্যালট পাঠানো হয়েছে।

এর আগে কাতারে ২১ হাজার, ওমানে তিন হাজার ৬০০, সৌদি আরবে ১০ হাজার ৫০০, কুয়েতে এক হাজার, ইতালিতে পাঁচ হাজার, পর্তুগালে এক হাজার ৫০০, ফ্রান্সে এক হাজার এবং জার্মানিতে এক হাজার ব্যালট পাঠানো হয়েছিল। আরও আগে অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৭৭৯, মালয়েশিয়ায় ১৬ হাজার ৫৬৮, ওমানে ১৮ হাজার, কাতারে ১১ হাজার এবং যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে ব্যালট পাঠানো হয়েছে।

প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি বুধবার এই সময়সীমা বাড়িয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ১৮ নভেম্বর 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ উদ্বোধন এবং ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago