মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব

election commission logo

আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর নির্বাচন ভবনে বিষয়টি জানান ইসি সচিব আখতার আহমেদ।

মনোনয়নপত্রের সময়সীমা ইসি বাড়াচ্ছে কি না, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, 'না। সময় বাড়ছে না।'

দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। বিকেল পাঁচটা পর্যন্ত সারাদেশের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

আজ দিনভর কত মনোনয়নপত্র জমা পড়ল, জানতে চাইলে ইসি সচিব বলেন, পুরোটা সংকলন করা শেষ হলে রাত ১০টার দিকে তা জানাতে পারব।

Comments

The Daily Star  | English
Khaleda Zia's political life

The untold history of why Khaleda Zia entered politics

Why did Khaleda Zia, a typical housewife who had become widow at a critical age in terms of Bangladesh's culture, join politics?

1h ago