প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি
মাহিয়া মাহি। ছবি: স্টার

আসন্ন জাতীয় নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মনোনয়নপ্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থিতা ফিরে পেয়েছেন।

তার আপিলের শুনানি শেষে আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) মাহিয়া মাহির প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

ইসি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া, নোয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরণও আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে চিত্রনায়িকা মাহির মনোনয়ন বাতিল করে রাজশাহীর জেলা রিটার্নিং অফিসার শামীম আহমেদ।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্রে মাহির উল্লেখ করা ভোটারদের মধ্যে অন্তত তিনজনকে পাওয়া গেছে যারা এতে সই করেননি। এছাড়া এ আসনের ভোটার নয়, এমন একজনের নামও ওই তালিকায় ছিল।

আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিকভাবে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি গতকাল থেকে শুরু হয়েছে।

গতকাল মোট ৫৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। আর দ্বিতীয় দিনের প্রথম ভাগে ইসি মোট ৫৯টি আপিল নিষ্পত্তি করে।

 

Comments

The Daily Star  | English

Israel's Haifa-based Bazan group says all refinery facilities shut down after Iranian attack

The group said the Iranian attack resulted in the death of three company employees

7m ago