গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে স্বতন্ত্র প্রার্থী হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামাণিক

গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি বিজন রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক গোপালগঞ্জ–৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা আছে।'

অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, 'আমি নিজেকে নিরপেক্ষ মানুষ মনে করি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই এবং আমি কখনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। দলীয় সংসদ সদস্যরা অনেক সময় দলীয় শৃঙ্খলার কারণে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরতে পারেন না। আমি সেই সীমাবদ্ধতা কাটিয়ে জনগণের কথা বলতে চাই।'

গোপালগঞ্জ–৩ আসন থেকে এ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. জিলানী, এনসিপির আরিফুল দাড়িয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এম. এম. রেজাউল করিম, গণঅধিকারের আবুল বশার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মারুফ শেখ, ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন, খিলাফত মজলিসের অলি আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান এবং মোহাম্মদ আনোয়ার হোসেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago