যাত্রাবাড়ীতে ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ নিহত ১

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় একজন রিকশাচালক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক মো. রুবেল হোসেন জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকার রাস্তায় ওই যুবককে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। যুবকের কাছে গিয়ে দেখেন, তার শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, 'নিহতের পরিচয় জানা যায়নি। তার বুক, পেট ও হাতে মোট ৩টি ছুরিকাঘাত রয়েছে। তার কাছে একটি বাসের টিকিট পাওয়া গেছে।'

তিনি আরও বলেন, 'ধারণা করা হচ্ছে, ওই যুবক গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন। এরপর সায়দাবাদ নেমে তার গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন।'

Comments

The Daily Star  | English

SC Secretariat Ordinance: Judges may hold executive posts

Lower court judges will be able to hold executive positions in the law ministry as well as state entities even after the establishment of a Supreme Court secretariat aimed at keeping the judiciary free from the executive’s influence, says a draft ordinance.

4h ago