অভিযোগ নিতে ‘গড়িমসি করায়’ ৪ পুলিশ প্রত্যাহার, ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ৩

ছিনতাইয়ের অভিযোগ নিতে 'গড়িমসি করায়' রাজধানীর মোহাম্মদপুর থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ছিনতাইকারী সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন এসআই জসিম, এসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী ও কনস্টেবল মাজেদুল ইসলাম.
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মোহাম্মদপুর এলাকার তিন রাস্তার মোড়ে এক সাংবাদিক ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ পাওয়া যায়। ছিনতাইকারীরা চাপাতি হাতে তার ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী সাংবাদিক আহমেদ ওয়াদুদ মোহাম্মদপুর থানায় গেলে পুলিশ প্রথমে তার অভিযোগ নিতে রাজি হয়নি। এমন অভিযোগ তুলে ফেসবুকে তিনি একটি পোস্ট দেন।
সেখানে তিনি লিখেছেন, ছিনতাইয়ের ঘটনার পর দ্রুত তিনি মোহাম্মদপুর থানায় গিয়ে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে এক পর্যায়ে অভিযোগ করতে সক্ষম হন। তিনি পুলিশকে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়ার অনুরোধ জানালে ডিউটি অফিসার এসআই জসিম তার কথায় প্রচণ্ড বিরক্ত হয়ে বলেন, 'এটা সম্ভব নয়'।
ওই সাংবাদিক পরে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে ছিনতাইয়ের কথা জানালে ওসি তাকে বলেন, 'আমি ওসি হয়েও এই কমদামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!'
ওসি পরে এএসআই আনারুলের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে বাসস্ট্যান্ড মোড়ে দেখা করতে বলেন সাংবাদিক ওয়াদুদকে। তিনি সেখানে গিয়ে এএসআই আনারুলের সঙ্গে দেখা করেন। ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের বসে থাকতে দেখে এএসআই আনারুলকে জানানোর পরও তিনি তাদের কাছে না গিয়ে দাঁড়িয়ে থাকেন বলে অভিযোগ করেছেন ওয়াদুদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন, ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এছাড়া, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
এ বিষয়ে মন্তব্য জানতে ওসি ইফতেখারকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
যোগাযোগ করা হলে তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মোহাম্মদপুর থানার ওসির বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য অতিরিক্ত ডেপুটি কমিশনার (তেজগাঁও জোন) আলমগীর কবিরের নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।'
Comments