আইন ও চকবাজারের ব্যবসা কি একই: আইনজীবীদের হাইকোর্ট

হাইকোর্ট
ফাইল ছবি

আইন ও চকবাজারের ব্যবসা একই কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হকসহ অপর ২ আইনজীবীর বিরুদ্ধে আদালত কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি, বিচারককে আঙ্গুল দেখানো ও দুর্ব্যবহারের অভিযোগের ভিত্তিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ প্রশ্ন করেন।

অপর ২ আইনজীবী হলেন- আজাহারুল ইসলাম ও ফেরদৌস আলম।

জবাবে নীলফামারী আইনজীবীদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির আদালতকে বলেন, আইন ব্যবসা ও চকবাজার ব্যবসা এক নয়।

নীলফামারীর ৩ আইনজীবী হাইকোর্টের সমন আদেশ মেনে আজ বুধবার সকালে আদালতে হাজির হন এবং তাদের আচরণের জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

ওই ঘটনায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের শুনানি চলছে।

আদালত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করে ওই দিন ৩ আইনজীবীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

নীলফামারীর আইনজীবীদের পক্ষে ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী সদস্য মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুন নূর দুলাল।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago