হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিমকে

হাজী সেলিম। ফাইল ফটো

রাজধানীর আলিয়া মাদ্রাসার সামনে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান হাজী মোহাম্মদ সেলিমকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা এ আদেশ দেন।

মামলার এজাহারে ফজলুর করিম (৫০) উল্লেখ করেন, তিনি গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগ দিয়েছিলেন। তাদের র‌্যালিটি আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে হামলা চালায়। এসময় মামলা বাদীসহ অনেকে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

গত ২৬ অক্টোবর ফজলুর করিম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলাটি করেন।'

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

50m ago