গরু চুরি মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বাবলীসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

বাবলী আক্তার। ছবি: সংগৃহীত

ধামরাইয়ে গত বছরের অক্টোবরে গরু চুরির ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের 'বহিষ্কৃত' ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে ধামরাই থানা পুলিশ মামলা করেছে।

মামলার অপর ৬ আসামি হলেন- মোহাম্মদ হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহমেদ, শাহদাত হোসেন, সাইদুল ইসলাম ও মোহাম্মদ মোর্শেদ।

আসামিদের মধ্যে বাবলী আক্তার জামিনে এবং বাকিরা কারাগারে রয়েছেন।

ধামরাই থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ আজ সোমবার তাদের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন।

ধামরাইয়ে গত বছরের অক্টোবরে বিভিন্ন সময়ে গরু চুরির একাধিক ঘটনায় একাধিক মামলা করা হয়।

মামলার তদন্তে দেখা গেছে, বাবলী আক্তার গরুগুলো নিজের হেফাজতে রেখে বিক্রি করতেন।

২০২২ সালের ২৯ অক্টোবর খামার থেকে ২টি গরু চুরি হওয়ার পর খামার মালিক আব্দুল লতিফ ৩০ অক্টোবর অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ধামরাই থানায় মামলা করেন।

এই ঘটনার পর একই বছরের ২ নভেম্বর গরু চুরির অভিযোগে দায়ের করা মামলায় সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করা হয়।

বাবলীকে পরবর্তীতে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

 

Comments

The Daily Star  | English

Nation will never forgive if fascism returns for disunity: Salahuddin

All parties must stand together and close every door to the return of the 'fascist' AL, he says

34m ago