যাত্রাবাড়ীতে সড়কের পাশে পড়ে ছিল নির্মাণশ্রমিকের মরদেহ

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকায় সড়কের পাশ থেকে এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এক ব্যক্তি তার মরদেহ পড়ে থাকার কথা জানান।

পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, কোনো চলন্ত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই  নিহত হয়েছেন তিনি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, নিহত ব্যক্তির নাম মনির হোসেন। তার বাড়ি মাদারীপুর। থাকতেন কোনাবাড়িতে। ভোরে কাজের উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক।

সাব্বির হোসেন বলেন, 'পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

World press freedom day: 266 journalists face criminal cases so far

Fears for physical safety and instances of judicial harassment are still profoundly visible -- only the actors have changed.

9h ago