চুরির অভিযোগ

৭ কিশোরকে মাথা ন্যাড়া করে বেঁধে রাখা হয়েছিল

স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে ৭ কিশোরের মাথা ন্যাড়া করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ছাগল চুরি করে পালানোর সময় তাদের ধরা ফেলা হয়। এরপর তাদের রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

আজ বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারকে জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে ৭ জনকে পুলিশ উদ্ধার করে।

তিনি আরও জানিয়েছেন, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী টিপুর মোড় এলাকায় গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লাজু মিয়া ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় সুখনগরী এলাকার বাসিন্দা হেনা বেগমের দুটি ছাগল মাইক্রোবাসে তুলে নিয়ে পালাচ্ছিল ৭ কিশোর। স্থানীয় বাসিন্দারা টিপুর মোড়ে মাইক্রোবাসটির গতি রোধ করে। মাইক্রোবাসের ভেতরে ছাগল দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাদের মাথা ন্যাড়া করে দেয়। তাদের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল।'

মাহবুবুল হক আরও বলেন, 'ছাগলের মালিক অভিযোগ না করায় কিশোরদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।'

আইন হাতে তুলে নেওয়ায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'ঘটনাস্থলে ৫ শতাধিক মানুষ জড়ো হয়েছিলেন। এর মধ্যে মূল অপরাধী শনাক্ত করা কঠিন। এছাড়া, ৭ কিশোরের অভিভাবক কোনো ধরনের অভিযোগ করেননি।'

Comments

The Daily Star  | English
Rajshahi University suspends ward quota

Rajshahi University suspends ward quota

Earlier, students of the university went to the VC's residence and staged a sit-in demo

2h ago