দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে ৩২ স্বর্ণের বার জব্দ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৬ ফ্লাইটে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে দুবাই থেকে বাংলাদেশে আসেন।

কাস্টমস জানায়, প্রথমে ওই যাত্রীর শরীর তল্লাশি করে ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছিল, তার পেটের ভেতরে (রেক্টামে) আরও স্বর্ণ থাকতে পারে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম পরিচালক সাইফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শে ওই যাত্রীর পেট থেকে আরও ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।'

'এই ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হবে। পাশাপাশি জব্দ করা স্বর্ণ নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে,' বলেন সাইফুর রহমান।

Comments

The Daily Star  | English

Govt reshuffles 15 DCs ahead of polls

The districts are -- Noakhali, Habiganj, Gazipur, Dhaka, Gaibandha, Barguna, Bogura, Pirojpur, Khulna, among others

4h ago