বেনাপোল সীমান্ত

নদীতে ভাসছিল মরদেহ, শরীরে বাঁধা ৫ কেজি স্বর্ণের বার

মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তে নদী থেকে এক চোরাকারবারির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। 

এ সময় মরদেহের শরীর থেকে ৪০টি স্বর্ণের বার পাওয়া গেছে, যার মোট ওজন ৫ কেজি ২০০ গ্রাম।

মৃত মশিয়ার রহমান (৫৫) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

আজ বুধবার বিকেলে সীমান্তের ইছামতী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুহাম্মদ খুরশীদ আনোয়ার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সূত্রে জানা গেছে জানান, গত ১০ মার্চ সকালে মশিয়ারকে তার বাড়ি থেকে দুজন ডেকে নিয়ে যায়। এক ঘণ্টা পর তাদের একজনের ছেলে খবর দেয় যে, মশিয়ার সীমান্তের ইছামতী নদীতে ডুবে গেছে। 

পরিবারের লোকজন জানানোর পর বিজিবি ও বিএসএফ সমন্বয় করে ইছামতি নদীতে অনুসন্ধান চালায়। আজ বিকেলে নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে বিজিবি ও পুলিশ মশিয়ারের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ডেইলি স্টারকে জানান, 'ইছামতী নদী থেকে স্বর্ণসহ মশিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।'

যোগাযোগ করা হলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুহাম্মদ  খুরশীদ আনোয়ার ডেইলি স্টারকে বলেন, 'সীমান্তের ইছামতী নদী থেকে এক চোরাকারবারির মরদেহ উদ্ধার করা হয়েছে। ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০ পিচ স্বর্ণের বার তার দেহে ফিটিং অবস্থায় ছিল। মরদেহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

US, Egypt, Qatar, Turkey sign Gaza declaration

'The document is going to spell out rules and regulations,' said Trump

6h ago