আরাভকে দুবাই পুলিশ আটক করেছে কি না, আমাদের কাছে তথ্য নেই: আইজিপি

চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

পুলিশ হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ আটক করেছে কি না, বাংলাদেশ পুলিশের কাছে এর কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিককের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, 'আরাভকে সেখানে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।'

আইজিপি বলেন, 'রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। আমরা তাদের (ইন্টারপোল) সঙ্গে যোগাযোগ করছি।'

ভারতীয় পাসপোর্ট থাকায় আরাভকে ফিরিয়ে আনতে সমস্যা হবে কি না, জানতে চাইলে তিনি জানান, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

পুলিশের বিশেষ শাখার তৎকালীন পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ আরাভ ওরফে রবিউলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

1h ago