২১ মে’র মধ্যে রোজিনা ইসলামের মামলার প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ

ছবি: ফাইলফটো/সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী মে মাসের ২১ তারিখের মধ্যে দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবারের পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন ফকির জানান, আজ শুনানির সময় জামিনে থাকা রোজিনা ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ জানুয়ারি মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শিব্বির আহমেদের করা অনাস্থা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ বিষয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

রিট আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও আগের তদন্ত কর্মকর্তা মামলাটি সঠিকভাবে তদন্ত করেননি। তাই আরও তদন্ত প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোরশেদ হোসেন খান গত বছরের ৪ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে তদন্তকারী বলেন, রোজিনার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং মামলাটি তথ্যগত ভুলের একটি উদাহরণ।

প্রথম আলোর বিশেষ প্রতিবেদক রোজিনা ইসলাম করোনা মহামারির সময় স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন করেন।

২০২১ সালের ১৭ মে উপসচিব শিব্বির আহমেদ ওসমানী 'অত্যন্ত স্পর্শকাতর' সরকারি নথির ছবি চুরি ও ছবি তোলার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন।

রোজিনা ইসলামকে পুলিশের কাছে হস্তান্তরের আগে ওই দিন তাকে সচিবালয়ে ৫ ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়। ২০২১ সালের ২৩ মে তিনি জামিনে পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

1h ago