টেকনাফ

আত্মসমর্পণ করা মাদক কারবারির ঘর থেকে ৭০ হাজার ইয়াবা জব্দ, সহযোগী আটক

গুগল ম্যাপ থেকে নেওয়া

কক্সবাজার জেলার টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণ করা ইয়াবা চোরাকারবারি ইদ্রিসের ঘরে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ।

এ সময় ইদ্রিস পালিয়ে গেলেও তার সহযোগী আবুল কাশেমকে আটক করা হয়।

এছাড়া, সেখান থেকে ২০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৪৫ হাজার টাকাও জব্দ করে পুলিশ। 

আজ শুক্রবার বিকেল ৫টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের লেজিরপাড়ায় মোহাম্মদ ইদ্রিসের বাসায় পুলিশ অভিযান চালায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইদ্রিস ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে প্রথম দফায় আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা চোরাকারবারিদের একজন।

ওসি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে লেজিরপাড়ায় ইদ্রিসের ঘরে অভিযান চালানো হয়। অভিযানে ৭০ হাজার ইয়াবা, ২০ ভরি ১২ আনা ওজনের স্বর্ণ ও নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।'

জব্দ করা ইয়াবাগুলো ইদ্রিসের এবং তার বাসা থেকে আটক কাশেম তার সহযোগী বলে জানান তিনি।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে প্রথম দফায় ১০২ জন ইয়াবা চোরাকারবারি আত্মসমর্পণ করে। গত ২৩ নভেম্বর আত্মস্বীকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আদালতের দেওয়া লঘু সাজার মেয়াদ শেষ হয়। 

Comments

The Daily Star  | English

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

41m ago