২৫ কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি আটক, প্রাইভেটকার জব্দ
রাজধানীর ওয়ারী এলাকা মো. রুবেল (৩৪) নামে যুবককে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রুবেল একজন মাদক চোরাকারবারি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২৫ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।
আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে টিকাটুলী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ওয়ারী থানার একটি টিম জানতে পারে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে টিকাটুলী মোড়ের পাশে পাকা রাস্তার ওপর দুজন মাদক চোরাকারবারি অবস্থান করছেন। রুবেলকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যজন কৌশলে পালিয়ে যান।
তার ব্যবহৃত প্রাইভেটকার ও দেহ তল্লাশি করে ২৫ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। প্রাইভেটকার ও রুবেলের ফিচার ফোন জব্দ করা হয়েছে, উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
পুলিশ জানিয়েছে, রুবেল দীর্ঘ দিন ধরে মাদক চোরাকারবারিতে জড়িত। দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে ঢাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Comments