পাংশায় স্কুল লাইব্রেরিয়ানকে গুলি করে হত্যা

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজবাড়ীর পাংশায় এক স্কুলের লাইব্রেরিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান পাংশা বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। হোসেনডাঙ্গা বাজারে তিনি সার-কীটনাশকের ব্যবসা করতেন বলে জানা গেছে।

রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিজানুর রহমানের শ্যালক শাহীদুল ইসলাম মারুফ ডেইলি স্টারকে বলেন, 'আজ মিজানুর রহমানের দোকানে হালখাতা ছিল। দোকানের কাজ সেরে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে আরও ২ জন ছিলেন।'

'দোকান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে গুলি করে হত্যা করে,' বলেন তিনি।

মোটরসাইকেলে থাকা অপর দুজনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

পুলিশ সুপার শাকিলুজ্জামান বলেন, 'রাত পৌনে ১০টার দিকে ওই লাইব্রেরিয়ানকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।'

'আশা করছি, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব,' বলেন এসপি।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

4h ago