চট্টগ্রাম

পুলিশের ওপর ‘পাথর ছোড়ায়’ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া

বন্দরনগরীর চাঁদগাও থানা এলাকায় গতকাল বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

রোববার বিকেলে বন্দরনগরীর চাঁদগাও থানা এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এতে কেউ আহত হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দাবি আদায়ে চট্টগ্রাম মহানগর বিএনপি চান্দগাঁও-বাকালিয়ায় পদযাত্রা কর্মসূচি ও সভা আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সভা শেষ হওয়ার পর সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়ে বিএনপির একদল কর্মী। তখন সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।'

পুলিশ অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বিএনপির একদল নেতাকর্মীকে বাঁশের লাঠি হাতে দেখা যায়।

ওসি বলেন, 'পুলিশ কাউকে আটক না করলেও মিছিল থেকে কারা পুলিশকে টার্গেট করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।'

পদযাত্রায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাসেম চৌধুরী বক্করসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago