উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প। স্টার ফাইল ফটো

কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫টায় বালুখালী ৮ (পূর্ব) ক্যাম্প থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এই ক্যাম্পেই আজ ভোরে আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলিতে ৫ রোহিঙ্গা নিহত হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সানাউল্লাহ (৪৫) ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, 'সানাউল্লাহকে ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

এ হত্যাকাণ্ডের সঙ্গে ভোরে সংঘটিত গোলাগুলির যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।  

রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে।'

এর আগে আজ ভোর ৬টার দিকে একই ক্যাম্পে আরসা ও আরএসও'র মধ্যে গোলাগুলিতে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান। নিহতদের সবাই আরসার সদস্য বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

Several crude bombs exploded during the clash around 3:30am, police say

49m ago