মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, উখিয়া-টেকনাফে আতঙ্ক
মিয়ানমারের রাখাইন সীমান্তে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন-২ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সীমান্তে মিয়ানমারের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সদস্যরা সতর্ক রয়েছেন।'
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত ১১ টার দিকে তিন থেকে চার মিনিটের ব্যবধানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা।
এরআগে শোনা বিক্ষিপ্ত গুলির শব্দের চেয়ে এই শব্দ আলাদা ও অনেক তীব্র বলে জানান তারা।
টেকনাফের হোয়িকং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা রাত ১১টার দিকে খাবার খাচ্ছিলাম, তখন বিকট শব্দে আমাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। মনে হচ্ছিল যেন বিস্ফোরণগুলি আমাদের খুব কাছেই ঘটেছে।'
তিনি আরও বলেন, 'কমপক্ষে তিনটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি।'
টেকনাফের ক্যাম্পের বেশ কয়েকজন রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা দ্য ডেইলি স্টারকে জানান, তারা সীমান্তের ওপারে লোকজনের সাথে যোগাযোগ করে জানতে পেরেছেন যে মিয়ানমার সেনাবাহিনী মংডু শহরের কাছে দুটি গ্রামে বিমান হামলা চালিয়েছে। বাংলাদেশে এসব বিস্ফোরণের শব্দই শোনা গেছে।
তারা আরও জানান, হামলার পর আরাকান আর্মি ওই এলাকার ২৫০টি রোহিঙ্গা পরিবারকে গ্রাম ছাড়তে বলেছে।
অনেক পরিবার অন্য এলাকায় আত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছে। তবে কেউ কেউ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বলে জানান তারা।
গত ডিসেম্বরে ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে রাখাইন রাজ্যের বেশিরভাগ সীমান্তবর্তী এলাকার নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। বর্তমানে রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টি শহর তাদের নিয়ন্ত্রণে রয়েছে।


Comments