আম বিক্রি নিয়ে ক্রেতা-বিক্রেতার সংঘর্ষ, প্রাণ গেল পাশে বসে থাকা বৃদ্ধের

আম বিক্রি নিয়ে ক্রেতা-বিক্রেতার সংঘর্ষ, প্রাণ গেল পাশে বসে থাকা বৃদ্ধের
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় 'পচা আম' বিক্রি নিয়ে ক্রেতা-বিক্রেতার সংঘর্ষে লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন পাশে বসে থাকা আজিজার রহমান (৭০) নামে ব্যক্তি। 

মঙ্গলবার রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি।

নিহত আজিজার রহমান রংপুরের গংগাচওড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ইচলির চর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইচলির চর গ্রামের আনারুল ইসলাম সিরাজুল মার্কেটে আম বিক্রি করেন। তার কাছ থেকে কিছু আম কেনেন একই গ্রামের শামীম ইসলাম ও শাহীন ইসলাম নামে ২ ব্যক্তি। আমগুলো পচা ছিল, এমন অভিযোগে ২ ক্রেতা এসে আম বিক্রেতার সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। 

কথা কাটাকাটির এক পর্যায়ে আম বিক্রেতা আনারুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে পাশের দোকানে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, 'পচা আম বিক্রি নিয়ে দুপক্ষের সংঘর্ষে পাশে বসে থাকা আজিজার রহমান নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।'

নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

 

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Reform commission for universal primary healthcare

Also recommends permanent independent commission to govern heath sector

4h ago