সংবাদ প্রকাশের জেরে ডেইলি স্টারের নরসিংদী প্রতিনিধিকে হুমকি

নরসিংদীর ১ কেন্দ্রে ভোট বাতিল

সংবাদ প্রকাশের জেরে দ্য ডেইলি স্টারের নরসিংদী জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়কে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়েছেন দুর্বৃত্তরা।

এ ঘটনায় আজ শুক্রবার নরসিংদী সদর মডেল থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার সকালে 'আবেগী নয় বিবেকী হোন' নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে জাহিদুল ইসলামের ফেসবুক মেসেঞ্জারে টেক্সট পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।

গত ২০ জুলাই নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় 'দ্য ডেইলি স্টার বাংলা'য় 'নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৭, আটক ২' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পরই জাহিদুল ইসলামের ফেসবুক মেসেঞ্জারে হুমকিমূলক টেক্সট আসে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট টিভির নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, 'গণমাধ্যমের কর্মীরা সত্য ঘটনা তুলে এনে প্রকাশ করেন, যাতে সমাজে অপরাধ কমে আসে। কিন্তু গণমাধ্যম কর্মীদের এভাবে হুমকি দেওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।'

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

The final act: Learning to accept election defeat

Ducsu delivers a participatory election. Can unsuccessful candidates accept loss gracefully?

9m ago