শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক কারাগারে

স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার সাভারে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার সকালে তাকে পৌর জামসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে তাকে।

গ্রেপ্তার রাকিবুল কবির সিপন (৩১) সাভার পৌরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডের উত্তর জামসিং এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীকে বাসায় গিয়ে পড়াতেন রাকিবুল। গত জুন মাসে পড়াতে গিয়ে বাসা ফাঁকা পেয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি। এরপর বিষয়টি গোপন রাখার হুমকি দিয়ে চলে যান। পরে আর ওই বাসায় পড়াতে যাননি তিনি।

ভয়ে ওই সময় শিক্ষার্থী কাউকে বিষয়টি জানায়নি। পরে গতকাল বড় বোন ও ভগ্নিপতিকে ঘটনাটি জানায় সে। রাতে শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ সকালে রাকিবুলকে আটক করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগের ভিত্তিতে আজ সকালে গৃহশিক্ষক রাকিবুলকে আটক করা হয়। পরে স্কুলশিক্ষার্থীর বাবা থানায় মামলা করলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Late hospitalisation behind rising dengue fatalities: DGHS

Health directorate urges early dengue testing as 9 die in 24 hours

22m ago