জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রতিপক্ষের লোকজনের হামলায় এক নারী নিহত হয়েছেন।

নিহত গৃহবধূ লাইলী বেগম (৬০) মাইলাগী গ্রামের মৃত সাইজুদ্দিনের স্ত্রী।

আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লাইলী বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশি দুই ভাই হানিফ মিয়া ও মনির হোসেনের জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সকাল সাড়ে ৯টার দিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস-বৈঠক বসে। বৈঠকের সিদ্ধান্ত লাইলী বেগমের প্রতিপক্ষের পছন্দসই না হওয়ায় পরে আবারও সালিসের সিদ্ধান্ত হয়।

এরপর দুপুর ২টার দিকে লাঠিসোঠা নিয়ে হানিফ মিয়া, মনির হোসেন, হারান মিয়া ও লালন মিয়াসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জন লাইলী বেগম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। হামলায় মাথায় আঘাত পেয়ে লাইলী মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন লাইলীকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, 'এ ঘটনায় মনির ও হারান দুজনকে আটক করা হয়েছে। নিহত নারীর পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

9h ago