আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার কারাদণ্ড

high court
স্টার ফাইল ফটো

আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী দ্য ডেইলি স্টারকে বলেন, আদালত অবমাননার দায়ে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কারাদণ্ড দিয়ে হাইকোর্টের এই রায় নজিরবিহীন।

সোহেল রানার আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ডেইলি স্টারকে জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন।

তিনি বলেন, ২০২১ সালে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকাকালে হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও একটি মামলার বিচারকার্যক্রম অব্যাহত রাখায় হাইকোর্ট সোহেল রানাকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন।

হাইকোর্টের রুলের ব্যাখ্যায় সোহেল রানা কিছু অপ্রয়োজনীয় ও অগ্রহণযোগ্য শব্দ ব্যবহার করেছেন বলেও জানিয়েছেন শাহ মঞ্জুরুল হক।

সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago