জাকসু ভিপি পদে লড়তে পারবেন অমর্ত্য রায়, হাইকোর্টের আদেশ

অমর্ত্য রায়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি প্রার্থী হিসেবে অমর্ত্য রায়কে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 'সম্প্রীতির ঐক্য' প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্যের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মানজুর আল মতিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির যুক্তি উপস্থাপন করেন।

অমর্ত্য গতকাল হাইকোর্টে রিট আবেদনটি করেন এবং ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ চেয়ে আবেদন করেন।

অমর্ত্যের আইনজীবী মানজুর আল মতিন দ্য ডেইলি স্টারকে বলেন, জাকসুর নির্বাচন কমিশন যুক্তি উপস্থাপনের কোনো সুযোগ না দিয়েই বেআইনভাবে তার মক্কেলের প্রার্থীতা বাতিল করেছে।

তিনি বলেন, জাকসু নির্বাচন কমিশন অভিযোগ করেছে যে অমর্ত্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নন, এ অভিযোগ সত্য নয়।

Comments

The Daily Star  | English

US conducting military strikes against Venezuela: US media

*Explosions heard in Venezuela's capital*Maduro declares state of emergency

1h ago