অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কেউ প্রমাণসহ অগ্নিসংযোগকারীকে ধরতে সহায়তা করলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

আজ সোমবার ডিএমপি সদর দপ্তরে পেট্রোলপাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি।

হাবিবুর রহমান বলেন, 'কেউ যদি প্রমাণসহ অগ্নিসংযোগকারীকে ধরতে পারে, তাহলে আমরা ২০ হাজার টাকা পুরস্কার দেবো।'

বিএনপি ও এর সমমনা দলগুলোর ডাকা দুই দিনের অবরোধ চলাকালে গতকাল ভোর ৪টা থেকে সারা দেশে ১৩টি বাসসহ মোট ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এর আগে গত ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিন দিনের অবরোধে অন্তত ৩১টি গাড়ি পোড়ানো

Comments

The Daily Star  | English

Tarique Rahman holding meeting with top business leaders

BNP acting chairman holding evening talks with leading industrialists, exporters and trade body heads

14m ago