তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধসহ যেসব নির্দেশনা দিলো ডিএমপি

ডিএমপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে নগরবাসীকে ট্রাফিক শৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপির জরুরি গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি বিমানবন্দর থেকে কুড়িল–পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) হয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এখান গুলশানে নিজস্ব বাসভবনে যাবেন তিনি।

এই যাত্রাপথে বিপুল জনসমাগমের আশঙ্কা করছে ডিএমপি।

তারা সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে এবং বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, এ সময় বিমানবন্দর থেকে কুড়িল হয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে পর্যন্ত সড়ক পরিহার করতে বলা হয়েছে। 

বিকল্প রুট হিসেবে—আব্দুল্লাহপুর থেকে গাবতলীগামী যানবাহন কামারপাড়া–ধউর ব্রিজ–পঞ্চবটি–মিরপুর বেড়িবাঁধ হয়ে চলাচল করবে।

উত্তরা ও মিরপুর এলাকার বাসিন্দারা এয়ারপোর্ট সড়ক এড়িয়ে হাউজ বিল্ডিং–জমজম টাওয়ার–১২ নম্বর সেক্টর হয়ে খালপাড়–মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন–উত্তরা সেন্টার স্টেশন–মিরপুর ডিওএইচএস হয়ে মিরপুর বেড়িবাঁধ ব্যবহার করবেন।

গুলশান ও বনানী এলাকার যানবাহন গুলশান–১ ও পুলিশ প্লাজা হয়ে মহাখালী না গিয়ে কাকলী–গুলশান–২–কামাল আতাতুর্ক এভিনিউ ব্যবহার করবে।

কাঞ্চন ব্রিজ থেকে ঢাকাগামী যানবাহন পূর্বাচল এক্সপ্রেসওয়ের মল চত্বর থেকে বামে মোড় নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে মাদানী এভিনিউ হয়ে চলাচল করবে।

মহাখালী থেকে গাবতলীমুখী যানবাহন মহাখালী বাস টার্মিনাল থেকে মিরপুর–গাবতলী সড়ক ব্যবহার করতে পারবে।

এ ছাড়া তেজগাঁও ও মিরপুর এলাকার যানবাহন মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নিচের রাস্তা দিয়ে উত্তরা এলাকায় যাতায়াত করতে পারবে।

ডিএমপি বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে প্রয়োজন না হলে কোনো সহযোগী সঙ্গে না রাখার অনুরোধ জানিয়েছে। 

ঢাকা–জয়দেবপুর যাতায়াতে ট্রেন এবং নগরীর ভেতরে চলাচলের জন্য মেট্রোরেল ব্যবহারের অনুরোধও জানানো হয়েছে।

সংবর্ধনা জানাতে আসা নেতাকর্মীদের জন্যও কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো প্রকার ব্যাগ, লাঠি বা দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে। 

সমাবেশে মোটরসাইকেল শোভাযাত্রা ও রাস্তায় অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ব্যক্তিগত গাড়িও মোটর শোভাযাত্রায় অংশ নিতে পারবে না।

ঢাকার বাইরে থেকে আগত যানবাহনের জন্য ভোর ৪টা থেকে নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। 

টঙ্গী ও জয়দেবপুর রুটের গাড়ি বিশ্ব ইজতেমা মাঠে পার্কিং করতে হবে।

সিলেট ও চট্টগ্রাম রুটের গাড়ি নীলা মার্কেট বা পূর্বাচল বাণিজ্যমেলা মাঠে, আমিনবাজার ও গাবতলী রুটের গাড়ি উত্তরা ১৭ নম্বর সেক্টরের দিয়াবাড়ি পশুরহাট মাঠে পার্কিং করা যবে।

এ ছাড়াও বাবুবাজার ও বসিলা ব্রিজ রুটের গাড়ি আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে এবং মাওয়া ও বুড়িগঙ্গা ব্রিজ রুটের গাড়ি মতিঝিল বাণিজ্যিক এলাকায় পার্ক করতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

17m ago