ফেনী

অবরোধে চিনির ট্রাকে আগুন, যুবলীগ নেতা কারাগারে

নুরুল উদ্দিন টিপু

বিএনপির ডাকা প্রথম তিন দিনের অবরোধ চলাকালে গত ২ নভেম্বর ফেনীতে চিনির ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম নুরুল উদ্দিন টিপু (৩৫)। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। পাশাপাশি তিনি যুবলীগের সদর উপজেলা কমিটিরও সদস্য।

বিএনপির অবরোধ চলাকালে ২ নভেম্বর ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল সেতু এলাকায় চিনি বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তিন দিন পর রোববার বিকেলে নুরুল উদ্দিন টিপুকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বিকেলে ফেনীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হায়াত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, গত ২ নভেম্বর বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার লালপুল সেতুর পাশে দুর্বৃত্তরা চিনি বোঝাই একটি ট্রাকে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পরে পেট্রোল বোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে আসা নোয়াখালীগামী ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমাসহ পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের দেখে দুর্বৃত্তরা পালিয়ে যান।

ঘটনার দিন রাতে ট্রাকের মালিক চট্টগ্রামের বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার উজ্জ্বল বৈদ্য ১৫-২০ অজ্ঞাত জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

যুবলীগ নেতা নুর উদ্দিন টিপুর বিরুদ্ধে উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে তিনটি দোকান নির্মাণ, বন বিভাগের গাছ কাটা, সরকারি দলের প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

ফেনী সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার জানান, টিপুকে গ্রেপ্তারের খবর পেয়েছেন। তিনি বলেন, টিপু ফেনী সদর উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ও ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে মহাসড়কে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় টিপুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে ট্রাকে আগুন দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

23m ago