আলেম-ওলামাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

অবরোধের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের উভয়দিকে অন্তত দেড় কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে বিভিন্ন সময় ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি থানায় আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে 'তৌহিদী জনতা'।

আজ বুধবার বেলা ১১টা থেকে 'ব্রাহ্মণবাড়িয়ার নির্যাতিত আলেম-ওলামা ও তৌহিদী জনতা'র ব্যানারে শহরের কাউতলী মোড়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

অবরোধের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের উভয়দিকে অন্তত দেড় কিলোমিটার যানজট তৈরি হয়েছে। 

মহাসড়কে অবস্থান নেওয়া বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বিগত ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের হওয়া ৫৬টি, আশুগঞ্জ থানার চারটি, সরাইল থানার দুটি এবং আখাউড়া থানার একটি মামলাসহ মোট ৬৩টি মামলা এবং ২০১৬ সালে দায়ের হওয়া সবগুলো মামলা প্রত্যাহারের দাবি জানান।

এছাড়া ২০২১ সালে যে আলেমদের তাদের প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের স্বপদে বহাল করার দাবিও জানানো হয়।

Comments

The Daily Star  | English

Blood Moon 2025: Dhaka witnesses total lunar eclipse

Astronomy enthusiasts and skywatchers gathered on rooftops and open spaces to witness the rare spectacle

5h ago