তারেক রহমান চলে যাওয়ার পর আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে এলাকা ত্যাগ করার পর শাহবাগ মোড়ে আবারও অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
গত শুক্রবার থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসা আন্দোলনকারীরা রাতভর মোড়েই অবস্থান করেন এবং তারেক রহমান এলাকা ছেড়ে যাওয়ার পর পুনরায় অবরোধ শুরু করেন।
আজ শনিবার দুপুর প্রায় ১২টা ৪০ মিনিটের দিকে তারেক রহমানের চলাচল নির্বিঘ্ন করতে তারা সাময়িকভাবে আজিজ সুপার মার্কেটের সামনে সরে গেলেও পরে আবার শাহবাগ মোড়ে ফিরে আসেন।
এই অবরোধের কারণে ব্যস্ত শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে, শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় না আনা পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গতকাল বলেন, 'এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে রাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে।'
তিনি দাবি করেন, সরকারের সব উপদেষ্টা শাহবাগে এসে প্রকাশ্যে জানাবেন—এ পর্যন্ত বিচার নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা গেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়।
গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।


Comments