হাদি হত্যার বিচার দাবি: শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
আজ শুক্রবার সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবরোধ থেকে এ ঘোষণা দেন তিনি।
আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। আমরা রাতভর অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হয়, অবরোধ কর্মসূচি চলবে।
তিনি আরও বলেন, এই জনতা, মব না। আগামীকাল সকালে যদি রাস্তা খুলে দেওয়া লাগে এই মাইকে ঘোষণা দিলে সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমরা সকাল ৯টা থেকে রাস্তাগুলো আটকাব না। আমরা তার পাশে অবস্থান নেব। কিন্তু এই অবরোধ আমরা তুলব না।
এর আগে জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, ইনকিলাব মঞ্চের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ মোড় অবরোধ করে। দুপুর আড়াইটার দিকে অবরোধ শুরু হয় এবং এরপর থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।


Comments