হাদি হত্যার বিচার ও প্রথম আলো-ডেইলি স্টারে 'নব্য ফ্যাসিবাদী হামলার' প্রতিবাদে সমাবেশ
হাদি হত্যার বিচার ও উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারসহ সারা দেশব্যাপী ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাটকে 'নব্য ফ্যাসিবাদী হামলা' উল্লেখ করে এর প্রতিবাদে সংস্কৃতিকর্মী সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে তোপখানা রোডের সত্যেন সেন চত্বরে এ আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে পুঁজি করে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বাতিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর যারা এটা করছে দেশে নির্বাচন না হলেই তাদের লাভ।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন বলেন, 'উগ্র ডানপন্থী গোষ্ঠীর অব্যাহত উসকানিমূলক বক্তব্য এবং উদীচীর নাম ধরে ছাত্রশিবির নেতাদের দেওয়া হুমকির ধারাবাহিকতায় এই ন্যক্কারজনক হামলা হয়েছে। প্রশাসনকে আগে থেকে বলা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। সরকারের উদ্দেশ্যমূলক উদাসীনতা দেখে মনে হয়েছে এমন হামলা, নৈরাজ্য, প্রাণহানির জন্য উৎসাহ জোগানো হচ্ছে।'
তিনি ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও রাকসু ভিপি শিবির নেতা মোস্তাকুর রহমান জাহিদকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণও দাবি করা হয়।
শেষে একটি মশাল মিছিল পল্টন, জিপিও, গুলিস্তান হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।


Comments