কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রড দিয়ে আঘাত, কৃষক নিহত
কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব শত্রুতার জেরে রডের আঘাতে এক কৃষক নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক খোকন মিয়া (৪৫) ওই গ্রামের আক্কল আলী মিয়ার ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সম্প্রতি পারিবারিক বিষয়ে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের সঙ্গে খোকনের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সকালে ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় পথরোধ করে জিয়া উদ্দিন ও উজ্জ্বল লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন খোকন মিয়া।
স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Comments