ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির নিন্দা
দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
আজ শনিবার সংগঠনটির সভাপতি আওলাদ হোসেনের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে উল্লেখ করা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ স্বাধীন ও নির্ভীক গণমাধ্যম। সেখানে হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নয়, বরং পুরো সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির মতে, এ ধরনের সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা দেশের সামগ্রিক সাংস্কৃতিক ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
সমিতি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গণমাধ্যমকর্মী ও সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপও দাবি করে।
গত বৃহস্পতিবার রাতে দেশের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

Comments