নোয়াখালীতে ব্যাংকে ঢুকে ডাকাতির চেষ্টা, আটক ১

ব্যাংকে ঢুকে ডাকাতির চেষ্টার পর পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে অভিযুক্তকে আটক করে স্থানীয় লোকজন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে ব্যাংক ডাকাতির চেষ্টার সময় এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার রামনারায়ণপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

আটক আব্দুল মজিদের (৫০) বাড়ি চাটখিলের শাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে। ব্যাংকে ঢুকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির চেষ্টা করেছিলেন তিনি।

রামনারায়ণপুর শাখা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক অলোক কুমার বিশ্বাস বলেন, দুপুর দেড়টার দিকে মাস্ক পরে টুপি মাথায় দিয়ে ব্যাংকে ঢোকেন আব্দুল মজিদ। ৩০-৩৫ সেকেন্ড পর তিনি ছুরি আর হাতুড়ি নিয়ে ক্যাশ কাউন্টারে ঢুকে পড়েন। তিনি ক্যাশ অফিসারকে ছুরি দেখিয়ে ধস্তাধস্তি শুরু করেন। পরে তিনি ব্যাংকের নিরাপত্তাকর্মী শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিরাপত্তাকর্মী শাহ আলমকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজিদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Blood Moon 2025: Dhaka witnesses total lunar eclipse

Astronomy enthusiasts and skywatchers gathered on rooftops and open spaces to witness the rare spectacle

5h ago