মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনে নিহত ৪: মামলা, আসামি অজ্ঞাত

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন
আগুনে ট্রেনের বগি পুড়ে যায়। ছবি: স্টার

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে চারজনকে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে ট্রেনের প্রহরী খালেদ মোশাররফ বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।

আজ সকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

তিনি বলেন, মামলায় ট্রেনে নাশকতা চালিয়ে যাত্রী হত্যার অভিযোগ আনা হয়েছে। রেলওয়ে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উইং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

ঢাকার মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিসংযোগের ঘটনায় এক নারী ও তার তিন বছরের ছেলেসহ চারজন নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Earthquake jolts Bangladesh, India, Nepal

5.5 magnitude at the epicentre near Dalgaon town in India' Assam, according to USGS

1h ago