মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন: ৪ সন্দেহভাজনকে শনাক্তের দাবি র‌্যাবের

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন
আগুনে ট্রেনের বগি পুড়ে যায়। ছবি: স্টার

রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত চারজনকে শনাক্তের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আমরা চার সন্দেহভাজনের ছবি পেয়েছি। আমরা এখন ঘটনার সময় তাদের গতিবিধি বিশ্লেষণ করে দেখছি।'

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, 'আমরা সমস্ত তথ্য-প্রমাণ সংগ্রহ এবং তাদের আটকের পর বিস্তারিত জানাতে পারব।'

গত মঙ্গলবার ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে যাওয়ার পথে ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে পৌঁছালে এতে আগুন দেখতে পান ট্রেন অ্যাটেনডেন্টরা।

সকাল সাড়ে ৬টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের তিনটি পোড়া বগির একটি থেকে তিন বছরের এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেন।

 

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago