ধরা পড়ে সোনার দুল গিলে ফেলল ছিনতাইকারী

অভিযুক্তকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ধরা পড়ার পর ছিনতাই করা সোনার কানের দুল গিলে ফেলেছে এক ছিনতাইকারী।

আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার পরিবার জানায়, ছেলেকে নিয়ে কেনাকাটা করতে নারায়ণগঞ্জ থেকে আজ দুপুরে ঢাকার গুলিস্তান এসেছিলেন সোনিয়া আক্তার ও রাসেল দম্পতি। গুলিস্তানে বাস থেকে নামার পর দুপুর দেড়টার দিকে রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় এক ছিনতাইকারীর কবলে পড়েন সোনিয়া। ছিনতাইকারী সোনিয়ার সোনার কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।

এ সময় স্বামী রাসেল 'ছিনতাইকারী' বলে চিৎকার করে তার পিছু নেন। তখন ছিনতাইকারী সোনার কানের দুল গিলে ফেলে।

পরে পথচারীরা সেখানে এসে তাকে মারধর করে বংশাল পুলিশের হাতে তুলে দেয়। ওই ব্যক্তি নিজের নাম রুবেল বলে জানিয়েছে।

বংশাল থানার উপ-পরিদর্শক সুবীর কুমার কর্মকার বলেন, 'পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এক্স-রে করে নিশ্চিত হওয়া গেছে,  কানের দুল তার পেটে আছে।' 

কানের দুল বের করার জন্য হাসপাতালে চিকিৎসার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Gaza aid flotilla braces for blockade as vessels approach

Activists say Israeli vessels approached, jammed communications

1h ago