ধানমন্ডিতে পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা, আহত ২

পুলিশ বক্সে হামলা
রিকশাচালকরা জড়ো হয়ে পুলিশ বক্সে হামলা চালালে ২ পুলশ সদস্য আহত হয়। ছবি: স্টার

রাজধানীর ধানমন্ডির একটি পুলিশ বক্সে হামলা চালিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকদের একটি দল। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে সাতমসজিদ রোডে ব্যাটারিচালিত রিকশা চলাচলে পুলিশ বাধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন-উপপরিদর্শক খবির ও কনস্টেবল নাসিবুজ্জামান।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিকেল সাড়ে ৪টার দিকে সাতমসজিদ রোড এলাকায় ট্রাফিক পুলিশ ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা দেওয়ার পর এ হামলার ঘটনা ঘটে।'

রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিষেধ অমান্য করায় একটি রিকশা জব্দ করা হয়। পরে অন্য রিকশাচালকরা জড়ো হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।'

তারা ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে বলে জানান তিনি।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।

Comments

The Daily Star  | English

If anything happens at DU today, the fault lies with Jamaat, VC: JCD president

Jamaat, Shibir activists gathering around the campus with arms since morning, he says

16m ago