সিঙ্গাইরে নারীর মৃত্যু, ছেলেসহ আটক ৩

মানিকগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সিঙ্গাইরে এক বিধবা নারীর 'রহস্যজনক' মৃত্যু হয়েছে। 

মৃত সাফিয়া বেগমের (৫৮) মাথায় আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার এক ছেলেসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের নিজ ঘর থেকে গতকাল রোববার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন-মৃতের ছেলে মো. রতন, একই এলাকার মো. সাঈদ ও বিল্লাল হোসেন।

সাফিইয়া বেগমের মেয়ে তাসলিমা আলম ডেইলি স্টারকে বলেন, 'সাঈদ ও বিল্লাল হোসেনের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে।'

'রোববার দিনে কোনো একসময় তারাই আমার মায়ের ঘরে ঢুকে মাথায় আঘাত করলে মা মারা যান,' যোগ করেন তিনি।

ওসি জিয়ারুল ইসলাম বলেন, 'মাথায় আঘাতের কারণে সাফিয়া বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের ছেলেসহ ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।'

'তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangkok sinkhole sparks warnings for Dhaka’s future

Experts say Dhaka’s unchecked urbanisation and groundwater depletion heighten risks of sinkholes and subsidence

2h ago